Read Time:57 Second
চলতি বছরের শুরুতেই জিও প্ল্যাটফর্মে ১১ হাজার ৩৬৭ কোটি টাকার বিনিয়োগ করেছিল আমেরিকার সংস্থা কোলবার্গ ক্র্যাভিস রবার্টস বা কেকেআর । এবার ফের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি নিজের রিটেইল সংস্থার ১.২৮ শতাংশ মালিকানা বিক্রি করলেন এই সংস্থাকে । বুধবার একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে । এই মালিকানা কেনার জন্য ৫ হাজার ৫৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে এই সংস্থা । এই বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেইলের ইকুইটি ভ্যালু বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২১ হাজার কোটি টাকা।
