আটলান্টিক মহাসাগর ও লোহিত সাগরের মধ্যস্থানে স্থিত সাহারা মরুভূমি , নিজের ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির খেতাব অর্জন করেছে এই সাহারা মরুভূমি। এই সাহারা সমুদ্রতল থেকে ১০০০ মিটার উপরে অবস্থিত । আলজেরিয়ান-মরোক্কা সীমান্ত এই অঞ্চলের চারিদিকে অ্যাটলাস পর্বত দ্বারা বেষ্টিত। ইতিমধ্যেই সাহারা মরুভূমির হলুদ বালুকণা ঢাকা পড়েছে সাদা পুরু বরফের আচ্ছাদনে। বরফ পড়ার রাত্রে সাহারার তাপমাত্রা ছিল – ৩ ডিগ্রি সেলসিয়াস।

যদিও একেবারেই স্তম্বিত হওয়ার মতো ঘটনা এটি নয়, কারণ এর আগেও বহুবার সাহারা মরুভূমি সহ বিশ্বের নানান মরুভূমিতে বরফে ঢাকা পড়া বালুকণার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যদিও প্রথমবারের মতো সাহারা মরুভূমি বরফে ঢাকা পরে ১৯৭৯এ। পরবর্তীতে এই মরুভুমি দ্বিতীয়বারের মতো ঢাকা পড়ে ২০১৬ সালে । ২০১৮ সালে প্রায় ১৬ ইঞ্চি পুরু বরফে ঢাকা পড়েছিল সাহারা মরুভূমিটি।