প্রাতঃভ্রমণ কারীদের নিরাপত্তায় নজর দিল কলকাতা পুলিশ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

ছিনতায়ের ভয় কাটাতে এবার তৎপর কলকাতা পুলিশ । জানা যাচ্ছে রবিবার সকালে, সময় করে ময়দানে হাজির হন কলকাতা পুলিশের শীর্ষ পদস্থ আধিকারিকরা। তবে খাঁকি পোশাক ছেড়ে একেবারে সাধারণ পোশাকে সাইকেল চালিয়ে এসেছিলেন তাঁরা। পাশাপাশি নিজেদের শারীরিক চর্চা বেশ কিছুটা সেরে নিতে দেখা গেল তাঁদের। মূলত কিছুদিন আগে এমনই এক সকালে প্রাতঃভ্রমণ করতে এসে ছিনতাইয়ের শিকার হতে হয় এক ব্যক্তিকে। আর তা দেখে স্বভাবতই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অন্যান্য প্রাতভ্রমণ কারীরা। তাই এবার প্রাতভ্রমণকারীদের মধ্যে দুশ্চিন্তা ঠিক কতটা ,তা খতিয়ে দেখতে ময়দানে উপস্থিত হন পুলিশের উচ্চ আধিকারিকরা। জানা যায় উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে হরগোবিন্দ নামে এক ব্যক্তি এইরকমই প্রাতঃভ্রমণ করতে এসে সকালে ছিনতাইবাজের কবলে পড়েন । তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, বাধা দিতে থাকেন তিনি। পরবর্তীতে সব কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয় তাঁকে । তারপর সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর তারপরই ছিনতাইবাজরা প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় । সকাল হতে না হতেই প্রাতভ্রমণকারীরা এসে তাঁকে উদ্ধার করে এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত করতে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মালদায় ফের শুট আউটে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী । এম ভারত নিউজ

মালদহের শুটআউটে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। এক ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। যদিও অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলেন তার পিছু নিয়েছে কয়েকজন। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুট আউট করে তাঁরা। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে, গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ীকে ভর্তি করায় মালদহ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে, ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে মালদহ […]
district_193

Subscribe US Now

error: Content Protected