পরিবর্তন হচ্ছে হাবিবগঞ্জ স্টেশনের নাম ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 27 Second

কিছুদিন আগেই নাম পরিবর্তন হয়েছে উত্তর প্রদেশের এক স্টেশনের। সেই স্টেশনের নয়া নাম দেওয়া হয়েছে অযোধ্যা কান্ট। আর এবার উত্তরপ্রদেশের পরেই, মধ্যপ্রদেশের এক স্টেশনের নাম পরিবর্তনের আবেদন জমা পরল কেন্দ্র সরকারের কাছে। জানা যাচ্ছে ভোপালের হাবিবগঞ্জ নামক স্টেশনটির নাম পরিবর্তনের আবেদন জানানো হয়েছে শিবরাজ সিং চৌহান সরকারের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাসে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয় করে হাবিবগঞ্জ স্টেশন সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। এখনও পর্যন্ত এই স্টেশনের উদ্বোধন করা হয়নি। জানা যাচ্ছে, আগামী সোমবারই এই স্টেশনের উদ্বোধনে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। আর তার আগেই স্টেশনের নাম পরিবর্তনের আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, আগামী দিনে স্টেশনের নাম বদলে রানী কমলাপতির নামে নামকরণ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য ,ইতিমধ্যেই রেলস্টেশনের নাম পরিবর্তনের বিষয়ে পরিবহন মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে জানানো হয় ভোপালের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে। সেখানে ষোড়শ শতকে গোন্দ রাজাদের শাসন কার্য চলত বলেই জানানো হয়েছে চিঠিতে। মূলত সেই সময়ের রানী, রানী কমলাপতির স্মৃতি এই স্টেশনের নামের মধ্যে দিয়েই বাঁচিয়ে রাখতেই এই আবেদন জানানো হয়েছে। তবে এর আগেও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাইয়ের সময় কালেও হাবিবগঞ্জ স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছিল বিজেপির তরফে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিউজিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামছেন ঋদ্ধিমান । এম ভারত নিউজ

অবশেষে অবসরের গুজব উড়িয়ে মাঠে নামতে চলেছেন ঋদ্ধিমান সাহা। জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামবেন তিনি। গত কয়েক বছরে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির কাছে অটোমেটিক চয়েস হিসেবেই পরিচিত ছিলেন তিনি। যে কোনও সময় ভারতীয় দলে প্রথম ১১ জন খেলোয়াড়ের নাম লেখার সময় প্রথমেই থাকত ঋদ্ধিমানের নাম। তবে ঋষভ পন্থের […]

Subscribe US Now

error: Content Protected