Read Time:1 Minute, 14 Second
আজ বুধবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ রাজ্যের একপ্রান্ত । সকাল ৭ টা ৫৪ নাগাদ হালকা কম্পন অনুভূত হয়েছে শিল্পশহর দুর্গাপুরে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ । স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও এখনও পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি । একই মাসে ভারতের বেশ কয়েকটি জায়গায় ভুমিকম্পের খবর মিলেছে । খবর পাওয়া গেছে পুরুলিয়া, অরুণাচল প্রদেশে, আন্দামানে, রাজস্থানেও আগস্টে ভুমিকম্প হয়েছে, প্রভাব কম এবিং কোন রকম ক্ষতি না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল যথেষ্টই । একই মাসে ভারতীয় টেকটনিক প্লেটে এতবার কম্পনের জন্য বিজ্ঞানিরা কি মন্তব্য করছেন সেটাই দেখার ।
