ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য নয়া মিশনের পরিকল্পনা নিল ইউরোপীয় ইউনিয়ন। মূলত বর্তমানে পূর্ব ইউরোপীয় দেশগুলির তরফে রাশিয়াতে একটি আবেদন জানানো হয়েছে। এই আবেদনের মাধ্যমে সীমান্ত এলাকায় একটি মিত্র সামরিক চুক্তি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এই দেশগুলি।

উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের তরফের করা একটি কাজের নথি ইতিমধ্যেই বিখ্যাত এক সংবাদমাধ্যমের সামনে এসেছে।যেখানে ইউক্রেনের কর্মকর্তাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি সামরিক প্রশিক্ষণ প্রদানের বিষয়ে উল্লেখ করা রয়েছে । জানা যায়, ওই নথির মধ্যবর্তী তথ্য নির্দেশ করে যে, রাশিয়ার চলমান পরিস্থিতিতে রাশিয়ার তরফ থেকে ইউক্রেনে সামরিক কর্মী প্রেরণের বিষয়টি সমর্থিত। ইতিমধ্যেই ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রীরা এই বিষয়ে তৎপরতা শুরু করেছেন। জানা যাচ্ছে আগামী জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে লেখা একটি চিঠিতে প্রশিক্ষণ কর্মসূচির তৎপরতার বিষয়ে উল্লেখ রেখেছিলেন। আগামী জুলাই মাসে এই প্রশিক্ষণ শুরু করার বিষয়ে উল্লেখ রয়েছে এই চিঠিতে। রাশিয়া-ইউক্রেন এবং তার পশ্চিম প্রান্তে দেশগুলির দাবি অস্বীকার করেছে ইতিমধ্যেই। পশ্চিম প্রান্তে দেশগুলির দাবি ছিল যে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনকে আক্রমণ করার জন্য তার সীমানা বরাবর সৈন্য মজুদ করা শুরু করেছে। যদিও এই প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র জানিয়েছিলেন, রাশিয়া নিজের সীমানার মধ্যে যেকোনও স্থানে সামরিক কর্মীদের স্থানান্তর করার ক্ষেত্রে একান্তই স্বাধীন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মোদীর বিকল্প মমতাই, ভোটে জিতে দাবি তৃণমূলের । এম ভারত নিউজ

গতকাল উপনির্বাচনের ফল প্রকাশের পরেই দেখা যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ফের লোকসভা ভোটকে নজরে রেখে বিজেপি- বিরোধী শিবিরের যোগ্যতম মুখ হিসাবে মমতাকে তুলে ধরে প্রচার শুরু করলেন দলের নেতারা। জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি- বিরোধী শিবিরের প্রধান মুখ কে এই নিয়ে টানাপড়েন ছিলই। বিশেষ করে বিধানসভা […]

Subscribe US Now

error: Content Protected