বাড়ছে সংক্রমণ, ভারতীয়দের পর্যটনে নিষেধাজ্ঞা জারি নিউজিল্যান্ডে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

কোভিডের গ্রাফ ঊর্দ্ধমুখী, ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সওয়া লাখেরও বেশি মানুষ। এই সঙ্কটকালীন অবস্থায় ভারত থেকে পর্যটকদের ঢোকায় নিউজিল্যান্ড নিষেধাজ্ঞা জারি করল|এমনকি নিউজিল্যান্ডের নাগরিকরাও ভারত থেকে আগামী ১৭ দিন নিজের দেশেই ঢুকতে পারবেন না বলেই জানানো হয়েছে।৮ এপ্রিল বৃহস্পতিবার সূত্র অনুযায়ী জানা গিয়েছে,
নিউজিল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় নতুন করে ২৩ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। এরপরেই অকল্যান্ডের একটি সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন ঘোষণা করেন, ‘‘আমরা ভারত থেকে নিউজিল্যান্ডে পর্যটকদের ঢোকা আপাতত নিষিদ্ধ করা হচ্ছে।’’ এছাড়াও জানানো হয়েছে, ১১ এপ্রিল থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা। আপাতত ২৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে বলেই জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে কী ভাবে সংক্রমণের সম্ভাবনা কমিয়ে বিমান চলাচল শুরু করা যেতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা পেরোলো সওয়া লাখের গণ্ডি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৯ লক্ষেরও বেশি| কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়ে আহ্বান প্রধানমন্ত্রীর, যোগ্য হলে টিকা নিন|নিউজিল্যান্ডের আর্ডের্ন আরও বলেন যে , ‘‘আমি জোর দিয়ে বলতে চাই, এটা কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। এই সময়ের মধ্যে আমরা দেখতে চাই যে যাতায়াতের ক্ষেত্রে কী ভাবে সংক্রমণের সম্ভাবনা কমানো যেতে পারে।’’ গত ৪০ দিন ধরে নিউজিল্যান্ডে কোনোরকম করোনা আক্রান্তের হদিশ ছিল না। কিন্তু সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ফের নতুন করে সংক্রমণ দেখা যাচ্ছে। এই আক্রান্ত রোগীদের মধ্যে আবার বেশির ভাগই ভারতীয়। তাই নিউজিল্যান্ড সরকার কড়া ব্যবস্থা নিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধাননগরে প্রচার সব্যসাচীর । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত বিধাননগর পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের পোড়া কলোনি এলাকাতে নির্বাচনী প্রচার সারলেন। এদিন পায়ে হেঁটে প্রচার সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে এই জায়গাটার নাম পোড়া কলোনি। যখন এখানে আগুন লেগেছিল তখন তিনি এখানকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই কারণে […]

Subscribe US Now

error: Content Protected