অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত হার ভারতীয় মহিলা দলের । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 41 Second

অস্ট্রেলিয়ার কাছে ভয়াবহ পরাজয় ভারতীয় মহিলা দলের। তিন ম্যাচের ওয়ানডে , তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট ম্যাচ খেলতেই অস্ট্রেলিয়া সফরে গেছে ভারতীয় মহিলা দল। আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভয়াবহ পরাজয় হয় ভারতীয় দলের। জানা যায় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে পিছিয়ে যায় ভারত।

ম্যাচের শুরুতেই টস জেতে অস্ট্রেলিয়া। মিতালীর অধিনায়কত্বে ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়িকা। নির্ধারিত ওভারের এই ম্যাচে ভারতীয় মহিলা দল ৮ উইকেটের বিনিময়ে ২২৫ রান তুলতে সক্ষম হন । ভারতীয় দলের তরফে সর্বোচ্চ রানের অধিকারী হয়েছেন ক্যাপ্টেন মিতালী রাজ।জানা যায় ১০৭ বলে ৬৩ রান করতে সক্ষম হয়েছেন তিনি । এছাড়া ৩৫ রানের অধিকারী হয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। স্মৃতি মন্ধনা পারফরম্যান্সে হতাশ হয়েছেন তাঁর অনুগামীরা। মাত্র ১৬ রান দিতে সক্ষম হয়েছেন তিনি। ওদিকে শেফালী বর্মা নেমেছিলেন ওপেনিং ব্যাটার হিসেবে। তবে তাঁর স্কোর যথেষ্টই হতাশ করেছে দলকে। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং লাইন মাঠের মাঝে নাস্তানাবুদ করেছে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ান বোলার ডার্সি ব্রাউন একাই চার উইকেট নেন।

সেদেশের মহিলা দলের ধুরন্ধর ব্যাটিং লাইন দেখে তাক লেগে যায় ক্রিকেট অনুগামীদের। প্রথমেই ওপেনিং ব্যাটার হিসেবে নামেন রাচেল হেনস এবং অ্যালিসা হিলি। যথাক্রমে তাঁদের সংগ্রহীত রান হল ৯৩( অপরাজিত) এবং ৭৭। পরবর্তীতে একটি উইকেট পড়লে মাঠে নামেন ক্যাপ্টেন লার্নিং। তিনি ৫৩ রান করে ম্যাচ শেষ করেন। তবে আগামী ম্যাচগুলোতে ভারতের জয় সুনিশ্চিত করতে অনুশীলনে জোর দিতে হতে পারে ভারতীয় দলকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ দুর্ঘটনা উধমপুরে, ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার । এম ভারত নিউজ

এক ভয়ংকর কপ্টার দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে জম্বু কাশ্মীরের উধমপুরে। কপ্টারে ২ জন যাত্রী ছিলেন তারা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। মূলত ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। উধমপুরের ডিআইজি জানাচ্ছেন,কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই পুলিশ ছুটে গিয়েছে ঘটনাস্থলে। উদ্ধারকারীরা অল্প […]

Subscribe US Now

error: Content Protected