0
0
Read Time:1 Minute, 14 Second
বাজির ধোঁয়া করোনা জন্য বেশি ক্ষতিকর বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা এবার কালীপুজোয় বাজি না ফাটিয়েই আলোর উৎসব উদযাপনের আবেদন করলেন
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান,
কারও আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। ইতিমধ্যে বাজি বন্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ ও প্রশাসন। দুর্গাপুজো যেমন সাধারণ মানুষের সহযোগিতায় নির্বিঘ্নে কেটেছে কালীপুজোও তেমনই কাটবে। বলেই আশাপ্রকাশ করেন মুখ্যসচিব।
কালীপুজোতেও খোলা মণ্ডপ করতে হবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন আলাপন জানান, দুর্গাপুজোর পরেও পশ্চিমবঙ্গে সাপ্তাহিক সংক্রমণ, সংক্রমণের হার ও সাপ্তাহিক মৃত্যুর হার নিম্নগামী। যা যথেষ্ঠ আশাব্যঞ্জক।