রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসতে চলেছে রাজ্য-পূর্ব রেল। নবান্নে হতে চলেছে বৈঠক। শনিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী প্রতিদিন কয়েক জোড়া বিশেষ ট্রেন চালানোর আর্জি জানিয়ে রেলকে একটি চিঠি দেয়। চিঠিতে উষ্মা প্রকাশ করে রাজ্যের তরফে বলা হয়েছে, শুধুমাত্র রেলকর্মীদের জন্য ট্রেন চলছে।
কিন্তু অন্যান্য সরকারি কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর তাই কোভিড বিধি মেনে সকাল এবং বিকেলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। আনলক পর্বে রাজ্যে শুধুমাত্র রেলকর্মীদের জন্যই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আর সেই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার চেষ্টা নিয়ে বারবার অশান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। একই ইস্যুতে শুক্রবার ও শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর। লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে রেল। শনিবার রাতে রেলের তরফে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলা হয়েছে, ‘দু’পক্ষের আলোচনার পরেই লোকাল ট্রেন পরিষেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’