কলকাতা পুলিশের এসটিএফের মুকুটের নয়া সাফল্যের পালক। জানা যাচ্ছে দীর্ঘ অভিযান চালিয়ে গ্রেফতার করা হল জেএমবি গোষ্ঠির তিন জঙ্গিকে। জেএমবি গোষ্ঠীর ৩ ধৃতই আসলে বাংলাদেশী নাগরিক। জানা গেছে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করা মাত্রই ,পুলিশের কাছে খবর পৌঁছে গোপন সূত্রে । আর খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান চালাতে শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ। অবশেষে গত কাল রাত্রে তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ। ধৃতদের নাম মজিবুর রহমান ,সাবির রবিউল । জানা যাচ্ছে এছাড়াও আরও একজন গ্রেপ্তার হয়েছে।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সঙ্গে কথা বলে জানতে পারে গেছে ,জেএমবি গোষ্ঠীর এই তিন জঙ্গী কোন নতুন মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন। জেএমবি গোষ্ঠীর নতুন মডিউল ছাড়াও স্লিপার সেলের সদস্য বলেই প্রাথমিক ধারণা কলকাতা পুলিশের এসটিএফের। এছাড়া ঠিক কি কারণে কলকাতায় এসেছিলেন, সে বিষয়েও জেরা করা হয়েছে তাদের। এছাড়া এর পেছনে আরও কোনো সদস্য রয়েছে কি-না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।