ট্রেলার মুক্তির দিনই বয়কটের ডাক ‘মির্জাপুর ২’-র। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 52 Second

অবশেষে প্রকাশ্যে এল ‘মির্জাপুর ২’-র ট্রেলার। প্রকাশ পাওয়া মাত্রই বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছে। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, আলি ফজলকে ফের এই ক্রাইম থ্রিলারে দেখতে প্রস্তুত ওয়েবদর্শকরা। এই মুহূর্তে ভারতে রোম্যান্স, বন্ধুত্ব, হররের চেয়ে ঢের বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে ক্রাইম ও থ্রিলার। সেই ক্রাইম ও থ্রিলারের মিশ্রণেই তৈরি জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর। সম্প্রতি মুক্তি পেল সিরিজের সিজন টু-এর ট্রেলার। গোটা সিরিজ জুড়ে কেবল যৌনতাই নয় থাকছে রহস্যের গন্ধও। আগামী ২৩ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে শুরু হবে মির্জাপুর টু-এর স্ট্রিমিং। এতদূর সবকিছুই ঠিক ছিল তবে ট্রেলার লঞ্চের পরই তা বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।অভিযোগ, সিরিজের একটি অংশে CAA বিরোধী প্রচারে যোগ দিয়েছিলেন মূল চরিত্র আলি ফজল। সেইসঙ্গে 2019 সালে CAA বিরোধী টুইটও করেছিলেন আলি। পাশাপাশি ফারহান আখতারকেও CAA বিরোধী বিক্ষোভে যোগ দিতে বলা হচ্ছে। সেই কারণেই আলি অভিনীত সিরিজ বয়কটের ডাক দেওয়া হয়েছে। এর আগেও একবার একই কারণে সিরিজ বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাজেট বাড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রোর । এম ভারত নিউজ

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ বাজেটের পরিমাণ বাড়াল কেন্দ্র। বর্তমানে বরাদ্দ বেড়ে হয়েছে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা। সেইসঙ্গে ২০২১-এর ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার প্রস্তাব পাস করেছে ক্যাবিনেট কমিটি। পাশাপাশি মেট্রো রেলের সম্প্রসারণ ঘটিয়ে তা সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত করা হয়েছে। গত রবিবার দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম […]

Subscribe US Now

error: Content Protected