
অবশেষে প্রকাশ্যে এল ‘মির্জাপুর ২’-র ট্রেলার। প্রকাশ পাওয়া মাত্রই বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছে। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, আলি ফজলকে ফের এই ক্রাইম থ্রিলারে দেখতে প্রস্তুত ওয়েবদর্শকরা। এই মুহূর্তে ভারতে রোম্যান্স, বন্ধুত্ব, হররের চেয়ে ঢের বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে ক্রাইম ও থ্রিলার। সেই ক্রাইম ও থ্রিলারের মিশ্রণেই তৈরি জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর। সম্প্রতি মুক্তি পেল সিরিজের সিজন টু-এর ট্রেলার। গোটা সিরিজ জুড়ে কেবল যৌনতাই নয় থাকছে রহস্যের গন্ধও। আগামী ২৩ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে শুরু হবে মির্জাপুর টু-এর স্ট্রিমিং। এতদূর সবকিছুই ঠিক ছিল তবে ট্রেলার লঞ্চের পরই তা বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।অভিযোগ, সিরিজের একটি অংশে CAA বিরোধী প্রচারে যোগ দিয়েছিলেন মূল চরিত্র আলি ফজল। সেইসঙ্গে 2019 সালে CAA বিরোধী টুইটও করেছিলেন আলি। পাশাপাশি ফারহান আখতারকেও CAA বিরোধী বিক্ষোভে যোগ দিতে বলা হচ্ছে। সেই কারণেই আলি অভিনীত সিরিজ বয়কটের ডাক দেওয়া হয়েছে। এর আগেও একবার একই কারণে সিরিজ বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ।
