Read Time:1 Minute, 7 Second

ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদে সামিল তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। সোমবার পূর্ব মেদিনীপুরের মেছেদা এলাকায় পেট্রোল, ডিজেল রান্নার গ্যাস সহ একাধিক দৈনন্দিন জিনিস পত্রের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ দেখায় তারা। এদিন গ্যাসের সিলিন্ডার ও সবজি রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন তৃণমূলের মহিলা কর্মীরা। এদিনের বিক্ষোভে মোদি হটাও স্লোগানও তোলা হয়। জানা গিয়েছে গোটা জেলা জুড়েই এই বিক্ষোভে সামিল হয়েছে জেলার মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা।
