লখিমপুর ঘটনার নিন্দা করে বিজেপিতে কোণঠাসা মেনকা-বরুণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

এবার বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন মেনকা গান্ধী ও বরুণ গান্ধী। সম্প্রতি লখিমপুর কৃষক হত্যার প্রতিবাদে নিন্দায় মুখর হয়ে উঠেছিলেন বরুণ। অপরদিকে মহাত্মা গান্ধীর জন্মদিবসে নাথুরাম গডসের স্তুতির বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। তারই জেরে বরুণকে বিজেপিতে আরও কোণঠাসা করে দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বুধবার টুইটারে বরুণ ফের লখিমপুর প্রসঙ্গ তুলে লেখেন ‘খুন করে প্রতিবাদকারীদের চুপ করানো যাবে না।’ পাশাপাশি, প্রতিবাদী কৃষকদের গাড়ি পিষে দেওয়ার যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেখানে হত্যার ঘটনা ‘পুরোপুরি স্পষ্ট’। ঘটনার মূল অভিযুক্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের শাস্তিরও দাবি তোলেন তিনি।

এর আগে গান্ধী জয়ন্তীতে ভারতের টুইটারে রাজনৈতিক আলোচনায় সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছিল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্রেন্ড। গান্ধীর জন্মদিনে বহু মানুষ গডসের জয়ধ্বনি দেওয়ায় টুইটারে ‘#নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্রেন্ডিং হয়ে উঠেছিল। বরুণ সেই ঘটনার নিন্দা করে বলেছিলেন,”যারা গডসে জিন্দাবাদ বলে টুইট করছে, তারা দায়িত্বজ্ঞানহীন ভাবে দেশের মুখ পোড়াচ্ছে।” কিন্তু এই নিন্দার জেরেই দলে প্রাধান্য হারাচ্ছেন মা-ছেলে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ থেকে টানা তিন বার উত্তরপ্রদেশের পিলিভিট এবং সুলতানপুর থেকে লোকসভা ভোটে জিতেছেন বরুণ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের পুলিশী হেফাজতে শাহরুখ পুত্র । এম ভারত নিউজ

মিললো না জামিন। ফের পুলিশী হেফাজতেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ানকে। যদিও এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকি ধৃতদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি জানান, এনসিবি-র তদন্তকারীরা তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য এতদিন যথেষ্ট সময় পেয়েছেন। এর পরেই আরিয়ানদের ফের ১৪ দিনের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected