চাকরি খোয়াচ্ছেন হাজার-হাজার মানুষ, কর্মী ছাঁটাই `আমাজনে’। এম ভারত নিউজ

Mbharatuser

দীর্ঘদিন ধরে আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছে এই কোম্পানি।

0 0
Read Time:2 Minute, 21 Second

বছর শুরুতেই চাকরি যাচ্ছে হাজার হাজার কর্মীর। এমনটাই জানানো হয়েছে বিশ্বের অন্যতম বড় রিটেল সংস্থা অ্যামাজনের তরফে। এবার সংস্থার ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে আমাজন। এর মধ্যে একটা বড় অংশ ইউরোপের বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার সিইও অ্যান্ডি জেসি একটি বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত যে কতটা কঠিন তা আমরা জানি। যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আমরা। সেপারেশন পেমেন্ট থেকে শুরু করে স্বাস্থ্যবিমার সুযোগ-সুবিধা, অন্যত্র কাজের সুযোগের মতো কর্মীদের নানান সাহায্য করা হবে এই সংস্থার তরফ থেকে।‘ দীর্ঘদিন ধরে আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছে এই কোম্পানি।

সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের চাহিদা পূরনের জন্য কোভিড পরিস্থিতিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয়েছিল এখানে। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে সংস্থার পণ্যের চাহিদা ও জনপ্রিয়তা আগের থেকে অনেক কমে গিয়েছে। উপরন্তু বিশ্বজুড়ে দেখা দিয়েছে আর্থিক মন্দা। অন্যান্য প্রতিযোগী সংস্থার সংখ্যাও অনেক। এমতাবস্থায় নিজেদের সংস্থাকে মার্কেটে টিকিয়ে রাখতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে আমাজন। গত বছরের নভেম্বর মাসেও ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। তাতেও হয়নি। আবার এই পদক্ষেপ নিতে চলেছে তারা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় ঘোষণা মোদির! কেন্দ্র-রাজ্য সমঝোতা বাড়াতে নয়া কর্মসূচী। এম ভারত নিউজ

কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিক সমেত মোট ২০০ জন প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

Subscribe US Now

error: Content Protected