0
0
Read Time:1 Minute, 11 Second
সামনেই বিধানসভা নির্বাচন। তারআগে বাংলায় বিজেপির ঘাঁটি শক্ত করতে মহাষষ্ঠীর সকালে ভার্চুয়ালে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, মোদির শুভেচ্ছাবার্তা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে সরাসরি প্রচারিত হবে। করোনা আবহে শারীরিক দূরত্ব বজায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রতিটা বুথে কমপক্ষে ২৫ জন দলীয় কর্মী ও ভোটার উপস্থিত থাকবেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতর থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। তাঁর শুভেচ্ছাবার্তা চলাকালীন সল্টলেকের ইজেডসিসি–তে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। সূত্রের খবর, সল্টলেকের ওই দুর্গাপুজোর ভার্চুয়ালে উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।