আরজিকর কাণ্ডের পর প্রথম মন্ত্রীসভা বৈঠক ডাকল নবান্ন। এম ভারত নিউজ

admin

এর আগে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল গত ৫ অগস্ট

0 0
Read Time:2 Minute, 39 Second

আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য। রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। শাসকদলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। এই আবহে আগামি ২৮ আগস্ট রাজ্য মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল গত ৫ অগস্ট। সেই মত ২০ আগস্টের আশেপাশে বৈঠক হওয়ার কথা ছিল। যদিও মন্ত্রিসভার বৈঠক পিছনোর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক সাধারণত ১৩-১৫ দিনের মধ্যে হয়।
গত ৫ আগস্ট বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর আর মন্ত্রিসভার বৈঠক হয়নি। এর মাঝে গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে এক জুনিয়র মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আবার আরজি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে বহু সাধারণ মানুষ বিরোধী পক্ষ। এই পরিস্থিতে তৃণমুল নেত্রী কী বার্তা দেন সেটাই এখন দেখার।

দেখা গিয়েছে, দিন পনেরোর মধ্যে মন্ত্রিসভার বৈঠক হলেও গত ৫ অগস্টের পর আর কোনও বৈঠক হয়নি। আরজি কর কাণ্ডের জেরেই এই পদক্ষেপ কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, আগামি ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতার মেয়ো রোডে সভা রয়েছে টিএমসিপি-র। সভার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

R.G. Kar: সঞ্জয়কে ১৪ দিনের হেফাজতের নির্দেশ আদালতের। এম ভারত নিউজ

এরই পাশাপাশি এদিন আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত....

Subscribe US Now

error: Content Protected