নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ করোনা আক্রান্ত হয়ে শহীদ হলেন ডোমজুড়ের রেড ভলেন্টিয়ার সুদীপ ঘোষ। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে যখন কার্যত শূন্যে পৌঁছেছে বামেদের রাজনৈতিক পরিমাপ, ঠিক তখনই রাজ্যজুড়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় জনসেবার মাধ্যমে রাজনৈতিক জমি পুনঃরুদ্ধারে ব্যস্ত হয়েছিলেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। রাজনৈতিক ময়দানে থেকে বিদায় জানিয়েছেন সাধারণ মানুষ, তবে সাধারণ মানুষকে বিপদের মুখে দেখে হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারেননি এই ভলেন্টিয়ারেরা। রাজ্যের মধ্যে প্রথম হাওড়া জেলা ডিওয়াইএফআই নেতৃত্ব রেড ভলেন্টিয়ার নামে স্বেচ্ছাসেবক টিম গঠন করে সাধারণ মানুষে পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের কঠিন করোনা পরিস্থিতিতে কোভিড আক্রান্ত হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া,বাড়ি স্যানিটাইজ করা,অসহায় মানুষদের ঔষুধ কেনা,বাজার করে দেওয়ার পাশাপাশি বির্পজয়ের সময় ঝাঁপিয়ে পরে এই রেড ভলেন্টিয়ার্সদের সদস্যরা। নিজের নাওয়া-খাওয়া ভুলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান তাঁরা। কোভিড পরিস্থিতিতে আক্রান্তদের বাড়িতে অক্সিজেন সামগ্রী সহ একাধিক সামগ্রী পরিসেবা পৌঁছে দিতে দিতে নিজে কোভিডে আক্রান্ত হন সদর হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত রেড ভলেন্টিয়ার সুদীপ ঘোষ। দ্রূত শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শ মেনে উলুবেড়িয়া একটি বেসরকারি কোভিড হাসপাতলে স্থানান্তরিত করা হয় তাঁকে। শনিবার তিনি প্রয়াত হন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।