Read Time:1 Minute, 24 Second
শনিবার পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে সোমবার নন্দীগ্রামে মৌন মিছিল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন মিছিলে পা মেলান তাঁর অনুগামীরা। মিছিল শেষে নন্দীগ্রামেই সভার আয়োজন করা হয়। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। বলেন, কয়েকদিন আগে নন্দীগ্রামে বিশাল জনসভা দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েছে তৃণমূল। তাই বিজেপিকে আটকাতে এসব করেছে তারা।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। পূর্ব মেদিনীপুরে সেই লড়াই আরও জোরালো হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।