বর্ষাকালে বাঙ্গালির পাতে রূপোলি ইলিশ থাকবেনা, তা কি হয় ? কিন্তু আশা থাকলে উপায় ছিলনা কারন এতদিন মৎস্যজিবীদের হাতে ধরা দেয়নি একটিও ইলিশ । তবে এবার সে আশা পূর্ণ হতে চলেছে । গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘার গভীর সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারে এসেছে বেশ কয়েকটি রুপোলী ইলিশ ।
বহুদিন লকডাউন থাকার ফলে প্রশাসনের নির্দেশে বন্ধ ছিল মৎস্য নিলাম কেন্দ্র, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৫ জুন থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে বেরিয়েছে ট্রলার । এইদিন মাছের পাইকারি বাজারে এসেছে প্রায় ৭০০ কেজি রুপালি ইলিশ, পরিমাণে কম হলেও আকারে বেশ বড় এই ইলিশ । তবে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বেশি দামেই বিক্রি করা হচ্ছে এই রুপালি ইলিশ ।এক কেজির বেশি ওজনের ইলিশের পাইকারি দাম ২০০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা, আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের পাইকারি দর প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা, করা হয়েছে ।