ভুয়োটিকাকরণ তদন্তে নয়া মোড়, তদন্তে ইনকাম ট্যাক্স। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 16 Second

ভুয়োটিকাকরণ তদন্তে নয়া মোড়! এবার ইডির পরে তদন্তে নামে ইনকাম ট্যাক্স বা আইকর বিভাগ। এবার এই ভুয়ো টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ নথি সন্ধানে দেবাঞ্জন দেবের বাড়িতে চড়াও হল ইনকাম ট্যাক্স অফিসের সদস্যরা।ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের বাড়িসহ অফিসে তল্লাশি চালিয়েছে বলে জানা যায় । গতকাল মাঝ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেবাঞ্জন দেবের বাড়ি, অফিস এবং তার দুই কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। মূলত তাদের ধারণা টিকাকরণের এই কর্মের সঙ্গে জড়িত রয়েছে আরও বহু মানুষ। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেনদেনের তথ্য খুঁজে বের করতেই, হঠাৎই হামলা করা হয় দেবাঞ্জন দেবের বাড়িতে। কসবার এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই, দেবাঞ্জনকে জেরা করা হয়েছে ইডির তরফ থেকে। শুধু তাই নয় পাশাপাশি জেরা করা হয়েছে আরও সাত-আটজনকে। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি কোনভাবেই তদন্তে সহযোগিতা করছে না দেবাঞ্জন। ইতিমধ্যে আদালতের তরফ থেকে অনুমতি নিয়েই এই জেরা করা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য করোনাকালীন কঠিন পরিস্থিতিতে ভুয়ো ভ্যাকসিন কান্ড সহ আরও কয়েকটি অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার করা হয়েছিল দেবাঞ্জনকে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে মোট ৯টি মামলা করা হয়েছে। তার মধ্যে একটি মামলার চার্জশিট পেশ করা হয়েছে আলিপুর আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের দাবি প্রেসিডেন্সি জেলে নিজেদের হেফাজতে রাখার কারণে, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করতে সমস্যা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলকে টেক্কা দিতে ময়দানে বিজেপি । এম ভারত নিউজ

উপনির্বাচনের প্রচারে তৃণমূলকে টেক্কা দিতে ময়দানে নামল বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভবানীপুরে উপ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর তারপর থেকেই দ্রুত উপনির্বাচনের প্রচারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি। তবে খানিকটা দেরি হলেও পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপির […]

Subscribe US Now

error: Content Protected