পাকিস্তানে বিবস্ত্র করে মহিলাদের গণপ্রহার, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 35 Second

দোকানে থরে থরে সাজানো জিনিসপত্র থেকেই নাকি বেশ কিছু সামগ্রী উধাও হয়ে গিয়েছিল । সেই সময়ই চারজন মহিলা দোকানে উপস্থিত ছিলেন । আর তারপর জিনিস খোয়া যেতেই চুরির অভিযোগে একদল ব্যক্তি প্রকাশ্যে ওই চারজন মহিলাকে নগ্ন করে। তবে এখানেই শেষ নয়,ওই চারজনকে সকলের সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারধরও করা হল লাঠি দিয়ে । ঘটনাটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঘটেছে । ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

চলতি সপ্তাহের সোমবার এই ঘটনাটি পাকিস্তানের ফইসালাবাদে ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক কিশোরী সহ চারজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন নগ্ন অবস্থায় । তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন পুরুষ। বিবস্ত্র মহিলারা আবেদন করছেন এক টুকরো কাপড়ের জন্য , কিন্তু তাদের আর্জি শোনার পরিবর্তে নগ্ন অবস্থাতেই তাদের মারধর করা হচ্ছে লাঠি দিয়ে । মহিলারা কান্নাকাটি করে তাদের ছেড়ে দেওয়ার আবেদন জানালেও কেউ তাদের কথা শুনছিলেন না। জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে তাদের নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয় ।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হতেই পাকিস্তানের পঞ্জাব পুলিশ নড়েচড়ে বসে । এফআইআর দায়ের করা হয়েছে ধৃত পাঁচজন সহ একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে । অন্যদিকে নির্যাতিতা মহিলারা জানিয়েছেন, ওইদিন তারা উসমান ইলেকট্রিক স্টোরের ভিতরে যান এবং জল চান এক বোতল । এরপরই দোকানের মালিক অভিযোগ করেন যে, তারা চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছে দোকানের ভিতর । ওই দোকানের মালিক সাদ্দাম ও অন্যান্য লোকজনেরা তাদের মারধর শুরু করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সুস্থতার পথে দেশের প্রথম ওমিক্রণ আক্রান্ত ব্যক্তি । এম ভারত নিউজ

অবশেষে চিন্তার মেঘ বেশ কিছুটা সরে দাঁড়ালো ভারতীয় স্বাস্থ্যমন্ত্রকের কপাল থেকে। জানা যাচ্ছে অবশেষে সুস্থতার পথে দেশে প্রথম করোনার নয়া ভ্যারিয়েন্টে তথা ওমিক্রনে আক্রান্ত হওয়া ব্যক্তি। জানা যাচ্ছে আপাতত সাত দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট- নেগেটিভ আসায় বেশ কিছুটা আশার আলো দেখছে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক। ৩৩ […]

Subscribe US Now

error: Content Protected