গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে ৫০% কমানো হবে মেট্রো এবং সরকারি পরিবহন। আজ এই মর্মেই বিবৃতি জারি করল মেট্রো রেল। বিবৃতিতে জানানো হল কমানো হচ্ছে মেট্রো রেলের সংখ্যা, সেই সঙ্গেই বদল করা হচ্ছে সময়সূচীও। মেট্রোরেল সূত্রে খবর সোম থেকে শুক্র দমদম থেকে কবি সুভাষের মধ্যে প্রতিদিন ২১৬টি ট্রেনের বদলে চলবে ১৯২টি। এত দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতি দিন ১৪৯টি মেট্রো চলাচল করত। শুক্রবার থেকে ওই রুটে চলবে ১৩৩টি ট্রেন। প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ৮টায় ছাড়বে। এ ছাড়া দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রোও ছাড়বে একই সময়ে। অন্যদিকে আবার একঘন্টা এগিয়ে আনা হয়েছে শেষ মেট্রো ছাড়ার সময়।
ছুটির দিনে ৯৮টি-র পরিবর্তে চলবে ৮২টি মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে রবিবার ৮০টি মেট্রো চলবে। রবিবার দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোও ছাড়বে ওই সময়। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। রেল সূত্রে খবর সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি যে সংখ্যক মেট্রো চলে তাতে যাত্রী গোটা দিনে ১০০০ পেরোয় না। ফলে সব সময়েই শারীরিক দূরত্ব বজায় রেখেই মেট্রোয় যাতায়াত করেন যাত্রীরা। এই কারণেই কোনোরকম পরিবর্তনই করা হয়নি ইস্ট ওয়েস্ট মেট্রোতে।