তালিবান তান্ডবে ত্রস্ত আফগানিস্তান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

আফগানিস্তান বিধ্বস্ত তালিবানি হামলায়।সরাসরি কান্দাহার বিমানবন্দরে (Kandahar Airport)  হামলা চালাল তালিবান জঙ্গিগোষ্ঠী। তালিবানরা ক্রমশ দখল নিচ্ছে গোটা দেশের। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পর পর তিনটি ক্ষেপণাস্ত্র (Rocket Attack) ছোড়া হয়। যার জেরে আপাতত বন্ধ বিমান পরিষেবা।তালিবানদের পাখির চোখ পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাট এবং দক্ষিণের শহর লস্কর। গুরুত্বের বিচারে আফগানিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কান্দাহার। এই বিমানঘাঁটি থেকে একদিকে আফগান সেনাকে যেমন লজিস্টিক সহায়তা প্রদান করা হয়, তেমনই অন্যদিকে বিমান হানা চালাতেও মেলে সহায়তা। ফলে এই বিমানঘাঁটিটিকে দখল করতে চাইছে তালিবানরা। গত কয়েকদিন ধরেই এই এলাকা ঘিরে ফেলছিল তালিবান জেহাদিরা। তাঁদের ভয়ে শহর ছাড়ছেন বহু মানুষ।তালিবানের লাগাতার হামলায় এই মুহূর্তে কোণঠাসা আফগান সেনা ও সরকার। 


তবে এখনও পর্যন্ত কান্দাহার শহরে প্রবেশ করতে পারেনি তালিবানরা। বাইরে থেকেই চালাচ্ছে হামলা। এপ্রসঙ্গে বিমানবন্দরের প্রধান মসউদ পশতুন জানান, “গত রাতে তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তালিবানরা। তার মধ্যে দুটি বিমানবন্দরের রানওয়েতে আঘাত হেনেছে। তাই আপাতত বিমান ওঠানামা বন্ধ রয়েছে।” আপাতত আফগান ফৌজের সঙ্গে তুমুল লড়াই চলছে জেহাদিদের। হেরাত, জালালাবাদ ও কান্দাহার শহরের অনেকটাই দখল করে ফেলেছে তালিবান। সরকারি কমান্ডো বাহিনী ময়দান কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু দখল করা এলাকায় লুটপাট, তোলা আদায়, কমবয়সি ছেলেদের নিজেদের বাহিনীতে জোর করে যোগ দেওয়ানো ও মেয়েদের ধরে নিয়ে যাওয়ার মতো অত্যাচার চালিয়ে যাচ্ছে তালিবানরা। ফলে রণক্ষেত্র ছেড়ে কাবুলের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৪১ বছরের খরা কাটিয়ে হকির সেমিফাইনালে মনপ্রীতরা । এম ভারত নিউজ

৪১ বছরের খরা কাটিয়ে টোকিও অলিম্পিক এর সেমিফাইনালে পৌঁছালো ভারতীয় পুরুষ হকি দল। অলিম্পিকের মঞ্চে ইতিহাস সৃষ্টি করল ‘চাক দে’ ইন্ডিয়ারা। আজ ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল গ্রেট ব্রিটেন। দিলপ্রীত,গুরজন্তের স্টিকের জাদুতে ৩-১ গোলে গ্রেট ব্রিটেন কে হারিয়ে টোকিও অলিম্পিক ২০২০-এর সেমিফাইনালে মনপ্রীতরা।১৯৮০ সালের পর থেকে ভারতীয় পুরুষ হকিতে এসেছিল ঘন কালো […]
sports_493

Subscribe US Now

error: Content Protected