রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে| সতর্কতা অবলম্বনে পশ্চিমবঙ্গ সরকার নয়া নির্দেশিকা জারি করতে চলেছে। নবান্ন থেকে জানানো হয়েছে রাজ্য সরকারি দফতরে আবার ৫০% কর্মী নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে করোনা সংক্রমণ আবার বাড়ছে, তাই রাজ্য প্রশাসন ৫০% কর্মী দিয়ে সরকারি দফতর চালানোর সিদ্ধান্ত নিয়েছে।জেলায় জেলায় সংক্রমণ রোধে এই ব্যবস্থা কার্যকর করার কথা জানিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল। এদিকে কলকাতা হাইকোর্ট থেকেও একই রকম নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সামান্য উপসর্গ থাকলেই কৌঁসুলিরা আদালতে মামলার সওয়ালে হাজির হতে পারবেন না। প্রশ্ন উঠছে তাহলে কী বাংলা আবার গত বছরের ভয়াবহ দিনের দিকে এগোচ্ছে?রাজ্যের ভোটযুদ্ধের মাঝেই করোনা প্রকোপ বাড়ছে । গত বছর করোনা সংক্রমণের হার কমাতে প্রতিটি অফিসে হাজির পরিমাণ ৫০ শতাংশ করার নির্দেশ দিয়েছিল রাজ্য। সেই পথেই ফের হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সরকার|ইতিমধ্যেই সেচ দফতর, কৃষি দফতরের মতো বিভাগগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে বলে সূত্রের খবর। এদিকে একই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টও।বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। বুলেটিনে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮৩ জন। যা কিনা আগের দিনের তুলনায় প্রায় ৪০০ বেশি।অন্যদিকে এদিন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বুলেটিনে উল্লেখ, রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। আগের দিন অর্থাৎ বুধবারেও সংখ্যাটা একই ছিল। নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করায় রাজ্যে অ্যাক্টিভ সংক্রমণ ১৬ হাজার পার করে গিয়েছে।
বৃহস্পতিবারের রিপোর্ট বলছে, এখন অবধি রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা ৬ লক্ষ ২ হাজার ৮০৭ জন। করোনার জেরে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৭০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৩২৮ জন|