৯/১১ সতর্কবার্তা অস্বীকার করল পাকিস্তান এনএসএ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

আফগানিস্তান প্রসঙ্গে ৯/১১ সতর্কবার্তা অস্বীকার করল পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ। বিশ্বমানের এখন সবথেকে বড় চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানে তালিবানি রাজ। ওদিকে হাতে মাত্র একদিন। আগামীকালই আফগানিস্তান ছেড়ে চলে যেতে হবে মার্কিন সেনাদের। সেক্ষেত্রে বিশ্বের দরবারে নিজেদের গুরুত্ব যাতে না কমে যায়, সেই দিক মাথায় রেখেই আফগানিস্তানকে একা না ছাড়ার বার্তা দিয়েছিল পাকিস্তান। তাদের ধারণা আফগানিস্তানকে একা ছাড়লে। আরও একবার ৯/১১ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ বিখ্যাত এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, “আমার কথাগুলো চিহ্নিত করুন । যদি নব্বইয়ের দশকের ভুলগুলো আবার করা হয় এবং আফগানিস্তান পরিত্যক্ত হয়, তাহলে ফলাফল একেবারে একই রকম হবে – অনাকাঙ্ক্ষিত উপাদান দ্বারা ভরা একটি নিরাপত্তা শূন্যতা তৈরি হবে। যারা হুমকি দেবে সবাইকে, পাকিস্তান এবং পশ্চিমের দেশগুলোকেও। ”

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই সেদেশের নিরাপত্তা উপদেষ্টা ইউসুফের কার্যালয়ের তরফ থেকে বিখ্যাত এই সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারকে নিতান্তই ভুল ব্যাখ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি দাবি করেন তাঁর বক্তব্যের ভুল চরিত্রায়ন করা হয়েছে। তালিবানকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল ওই সাক্ষাৎকারে। বিশ্বমানের এই কঠিন পরিস্থিতিতে তাঁর এই সাক্ষাৎকার যথেষ্ট আলোড়ন তৈরি করেছে বিশ্বজুড়ে। পাকিস্তান হল বিশ্বের সেই তিনটি দেশের মধ্যে একটি, যারা ইতিমধ্যেই আফগানিস্তানে তালিবানদের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অলিম্পিক থেকে প্যারা অলিম্পিক, সোনার দৌড় অব্যাহত । এম ভারত নিউজ

অলিম্পিকের পর ফের প্যারা অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদক এলো ভারতে। সুনীল আন্টিলের হাত ধরেই একইদিনে ফের আরেকবার সোনা এলো ভারতের ঝুলিতে। এদিন জ্যাভলিন ইভেন্টে নিজের প্রথম থ্রোয়িং-এ ৬৬.৯৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে বিশ্ব রেকর্ড গড়েন সুনীল। কিন্তু নিজের দ্বিতীয় ও তৃতীয় থ্রোয়িং-এ নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙ্গে যথাক্রমে ৬৮.০৮ ও […]
sports_1251

Subscribe US Now

error: Content Protected