পুজো উদ্বোধনে শহিদ জওয়ানের মা । এম ভারত নিউজ

admin
1 0
Read Time:2 Minute, 44 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : পুজো উদ্বোধনে শহিদ জওয়ানের মা । পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারে সংকেত ও ছাত্র সংঘ’র উদ্যোগে দূর্গা পূজোর উদ্বোধন করলেন কাশ্মীরের উরি কান্ডে নিহত ভারতীয় জওয়ান গঙ্গাধর দোলুই’র মা শিখা দোলুই । এই বছর এই পুজো ৪৯ তম বর্ষে পদার্পণ করল । দেশের স্বাধীনতা পঁচাত্তরকে সামনে রেখে জাতীয়তা বোধের ভাবনায় হচ্ছে এই পুজো । আর সেখানেই এই ভাবে এক বীর সন্তানের বীরাঙ্গনা মা’কে পেয়ে খুশি এলেকাবাসি । উপস্থিত ছিলেন শহীদের বাবা ওঙ্কারাথ দোলুই এবং একমাত্র ছোট ভাই বরুন দোলুই। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় সুরক্ষা বাহিনীর কয়েক জন প্রাক্তন সৈনিক সহ একজন প্রাক্তন কর্নেল সাহেব ।

কোলাঘাটে এইদিন শহীদ বেদীতে ফুল দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদের মা শিখা দেবী অশ্রুসিক্ত নয়নে বলেন,” চোখ বোঝালেই যেন ছেলের মা, মা ডাক শুনতে পাই। আমি যে মা, তা ভুলি কি করে! আমার ছেলে দেশের জন‍্য প্রান দিয়েছে। আপনারাও ওদের ভুলেননি। আজো এই ভাবে স্মরণ করছেন। সন্তান হারা মা হয়ে এইটুকুই আমার পরম স্বান্তনা। উপস্থিত প্রাক্তন কর্নেল সাহেব দেবজ্যোতি সিং বলেন,- পূজো উৎসব মানেই হৈ-হুল্লোড় আনন্দ ফূর্তি। তার মধ‍্যেই এখানে দেশমাতৃকার সেবায় নিবেদিত ও নিয়োজিত মানুষদের দারুনভাবে সম্মান জানানো হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। দেশাত্মবোধের বার্তা দেওয়া হয়েছে। আমি অভিভূত। এখানে দূর্গাবাহীনীর সাজ-সজ্বায়, মন্ডপে ও তোরণদ্বারে , মডেলে ও প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন অধ‍্যায় ও ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে। এছাড়াও আরও নানাবিধ সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই সংগঠন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুজোয় প্রবল বৃষ্টির আশঙ্কা রাজ্যজুড়ে । এম ভারত নিউজ

এবারেও পুজোর দিনগুলোতে বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। তবে পুজোর সবদিন বৃষ্টির আশঙ্কা না থাকলেও অষ্টমী থেকে দশমী বঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। প্রাথমিকভাবে যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পুজোর শুরুর দিনগুলোতে বৃষ্টির আশঙ্কা কম। তবে, তৃতীয়াতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর […]

Subscribe US Now

error: Content Protected