করোনা সংক্রমণ রোধে বিশেষ কোর্স উদ্বোধন প্রধানমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

করোনা সংক্রমণ রুখতে কাস্টমাইজ ক্রাশ কোর্স চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১১ টায় একটি বক্তৃতার পরে এই কোর্সের উদ্বোধন করেন তিনি। জানা যায় ২৬ টি রাজ্যের ১১১ টি প্রশিক্ষণ কেন্দ্র গুলিতে এই কর্মসূচি শুরু করা হবে।একইসঙ্গে মোট ছয়টি ক্রাশ কোর্সের উদ্বোধন করলেন তিনি। সেই কারণেই আজ সকাল ১১ টায় সমস্ত ফ্রন্টলাইন কর্মীদেরকে নিয়ে একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানেই তিনি সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের এই কোর্সের গুরুত্ব সম্পর্কে অবগত করেন। পাশাপাশি তাঁদের আগামীদিনে এই কোর্সে যোগদানের জন্য শুভকামনা দেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে ।

এই কোর্সের মূল লক্ষ্য হল দেশের মোট ১ লক্ষ করোনা যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা। মূলত যে ৬ টি ক্রাশ কোর্সের সূচনা করা হল, সেগুলি হল, হোম কেয়ার সাপোর্ট, বেসিক কেয়ার সাপোর্ট, অ্যাডভান্সড কেয়ার সাপোর্ট, ইমারজেন্সি কেয়ার সাপোর্ট, নমুনা সংগ্রহ সহায়তা, এবং মেডিকেল সরঞ্জাম সহায়তা ইত্যাদি। এই কোর্সটিকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত করা হয়েছে। ইতিমধ্যেই এই কোর্সের জন্য বরাদ্দ করা হয়েছে ২৭৬ কোটি টাকা। মূলত করোনাকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু চিকিৎসক এবং মেডিকেল স্টাফেদের । সেক্ষেত্রে এই কোর্সের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় কর্মীসংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শ্রীলঙ্কায় তামিলদের অধিকার ফিরিয়ে দিতে এগিয়ে এল ভারত । এম ভারত নিউজ

শ্রীলঙ্কায় তামিল অধিকার প্রতিষ্ঠার জন্য এবার উদ্যোগী হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। ইতিমধ্যেই এই বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। গতকালের এই বৈঠকে তিনি শ্রীলঙ্কার তামিলদের জন্য ক্ষমতা বিচ্যুতি এবং সাম্যতা, ন্যায়বিচার এবং শান্তির জন্য তাঁদের আকাঙ্ক্ষার মত বিষয়গুলিতেকে তুলে ধরেন। এছাড়া এসমস্ত বিষয়গুলিতে […]

Subscribe US Now

error: Content Protected