ভুল শোধরাতে শাস্তি নাকি বিকল্প ? গতবারের রোড-শোতে যে ভুল করেছিলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারই মাশুল দিতে হবে এবার ? না ডিমোশন নয় বরং সেই কাজই ভালো ভাবে করার ভার পড়ল শোভনবাবুর উপর । বিজেপির সিদ্ধান্তে ফের আগামী সপ্তাহে কলকাতায় শোভনবাবুর রোড শো-র কর্মসূচি রাখল বিজেপি ।

বিজেপিতে যোগদানের পর কলকাতা পর্যবেক্ষকের দায়িত্বে বসানো হয় শোভন চট্টোপাধ্যায়কে । এর পরেই নির্ধারিত লঞ্চিং রোড শো-তে তাঁর হাজির হওয়া নিয়ে নানা সমস্যা দেখা দেয় । রোড শো-এর দিন সকাল থেকেই বিপত্তি ঘটে শোভন-বৈশাখীকে নিয়ে । যার জন্য শেষ মেষ কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রা মিলেই পরিস্থিতি সামাল দেন। তবে এবার তাঁর প্রতি যথেষ্ট কঠোর বিজেপি নেতৃত্ব । ড্যামেজ কন্ট্রোলে তাঁকেই নামতে হবে পথে । গতকাল শোভনের বাড়িতে সাংগঠনিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই কলকাতায় হতে পারে তাঁর রোড শো । তবে সেখানে বৈশাখী উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয় । গতবারের রোড শোতেও তাঁর উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু শোভন-বৈশাখী কেউই সেদিন র্যালিতে গিয়ে পৌছোতে পারেননি । ভুল শোধরাতেই শোভনবাবুর এই র্যালি এমনটাই মনে করা হচ্ছে । শুধু কলকাতা নয় এরপর দক্ষিণ ২৪ পরগনাতেও একাধিক ব়্যালি করার কথা রয়েছে শোভনবাবুর ।