কোভিড পরিস্থিতিতেও অসাধারণ সাফল্যের জন্য মর্যাদাপূর্ণ স্কচ প্ল্যাটিনাম পুরস্কার পেল তন্তুজ। মহামারী আবহে খুব অল্প সময়ের মধ্যে তিন কোটি মাস্ক তৈরি করেছে এই সংস্থা।দেশের মধ্যে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংস্থা তন্তুজ। আর সেই সংস্থা কোভিডকালে তৈরি করেছে ২৫ লক্ষ পিপিই এবং প্রায় তিন লক্ষ এন৯৫ মাস্ক। আর এসব সামগ্রী তৈরিতে কাজে লাগানো হয়েছিল রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিটের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। সেই কারণেই স্কচের সর্বোচ্চ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দেওয়া হল তন্তুজকে।

করোনা আবহের একদম প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্ক তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মোতাবেক তৈরি হয় একাধিক দল। পাশাপাশি কীভাবে গোষ্ঠীর মহিলা সদস্যদের বা ক্ষুদ্র-মাঝারি শিল্প ইউনিটগুলিকে কাজে লাগানো হবে তার ব্লু প্রিন্ট তৈরি করে দেয় নবান্ন। ভাগ করে দেওয়া হয়েছিল দায়িত্বও। যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষকে নিখরচায় মাস্ক ও পিপিই তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিল তন্তুজ।

উল্লেখ্য এরআগে বাংলা অনেক উদ্ভাবনী প্রকল্পের জন্য সেরার পুরস্কার লাভ করেছে। বাংলার সেরার ঝুলিতে রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজসাথী। এবার সেই তালিকায় যোগ হল তন্তুজকে দেওয়া স্কচ- অ্যাওয়ার্ড। যা কিনা প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড সেরা হিসাবে গণ্য হয়।