রাষ্ট্রপতি নির্বাচনে NDA তথা বিজেপি শিবিরের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে উড়িষ্যার প্রাক্তন বিজেপি নেত্রী ও বর্তমান ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর। 24 শে জুন শুক্রবার দিল্লিতে মনোনয়ন পেশ করবেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদের প্রস্তাবক হিসাবে নাম থাকবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়া শুক্রবার দিল্লিতে উপস্থিত থাকবেন বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেস বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার পর বিরোধীদের প্রার্থীর থেকে সংখ্যার বিচারে অনেক ভোটে এগিয়ে গেছেন দ্রৌপদী মুর্মু। এবার বিজেপির লক্ষ্য দ্রৌপদী মুর্মুকে রেকর্ড ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে জেতানো। মহারাষ্ট্রের সরকার বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিরোধীদের অন্যতম নেতা শরদ পাওয়ার। দ্রৌপদী মুর্মু আদিবাসী প্রার্থী হওয়ায় বিরোধীদের ভোট ভেঙে বিজেপিতে আসতে পারেন, বিরোধী শিবিরের ঝাড়খণ্ডের জেএমএম সমর্থন করতে পারে। কেন্দ্রীয় এক নেতার কথায় বিজেপি শিবির দেশের সমস্ত নির্দল বিধায়ক ও সাংসদদের আবেদন করেছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার। এলজিপি রামবিলাস নেতা চিরাগ পাসওয়ানকে রাজনাথ সিং ফোন করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন করেছেন, একথা নিজের মুখেই বলেন চিরাগ পাসওয়ান, এবং তিনি দ্রৌপদী মুর্মুকেই ভোট দেবেন বলেও জানিয়েছেন। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, এই ছয় আদিবাসী অধ্যুষিত রাজ্যে দুই দিন করে প্রবাস করবেন দ্রৌপদী মুর্মু। যাতে বিরোধী বিধায়ক ও সাংসদরা গোপন ব্যালটে তাকে ভোট দেন এইদাবিতে।
রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড গড়ার লক্ষ্য বিজেপির । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 42 Second