করোনা আবহে দিল্লির রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজের চেহারা কিছুটা বদলানো স্বাভাবিক । তবে আজ ভারতের সামরিক শক্তিতে অন্তর্ভুক্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধবিমান রাফেলকেও দেখতে পাওয়া গেল। পাশাপাশি ৯০টি ট্যাংক সহ অনেকগুলি অস্ত্র ছিল এই কুচকাওয়াজে। আজকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নব্বইটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় । ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র গুলির মধ্যে একটি যা বর্তমানে LAC তে মোতায়েন করা হয়েছে । প্রতিবারের মতো এবারও প্যারেড শুরু শয়েছে বিজয় চক থেকে তবে তা শেষ হবে ন্যাশনাল স্টেডিয়ামের সামনে। যদিও প্রতিবার এই কুচকাওয়াজ করা হয় লালকেল্লা পর্যন্ত তবে করোনা আবহে কুচকাওয়াজের পথ সংক্ষিপ্ত করার জন্যই এমন সিদ্ধান্ত। পাশাপাশি যেখানে দেড় লক্ষের বেশি সাধারন মানুষ উপস্থিত থাকেন কুচকাওয়াজ দেখার জন্য সেখানে এবার দর্শনার্থী সংখ্যা মাত্র পঁচিশ হাজার এবং অনুমতি মেলেনি 15 বছরের নিচে শিশু এবং বয়স্কদের।
দিল্লির প্রজাতন্ত্র দিবসে এবছর উপস্থিত ছিলেননা কোন বিশিষ্ট বিদেশি অতিথি।
ওদিকে দিল্লির রাজপথে পশ্চিমবঙ্গের ট্যাবলো হাজির। সবুজ সাথী টিমের পাশাপাশি বেজে উঠল আমরা নতুন যৌবনেরই দূত। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান-সহ বিশিষ্টরা। তাঁদের সামনে শক্তিপ্রদর্শন করা হয়েছে ।