২৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন অবশেষে ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হল । তবে অধিবেশনের আগে প্রত্যেকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে বলেই জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং এই টেস্টে নেগেটিভ রেজাল্ট এলেই বিধানসভায় প্রবেশের জন্য অনুমতি মিলবে । বিমানবাবু জানিয়েছেন, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর এই টেস্টের দিন ঠিক করা হয়েছে। বিমানবন্দরের মূল ফটকে করা হবে এই টেস্টের ব্যবস্থা। ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা ও ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা অর্যন্ত হবে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আধ ঘণ্টার মধ্যে টেস্টের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। যাঁরা নেগেটিভ হবেন, তাঁরাই শুধুমাত্র বিধানসভার মধ্যে ঢোকার অনুমতি পাবেন। আর যাঁদের রেজাল্ট নেগেটিভ আসবে না, তাঁদের সেখানে উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে বলেই জানিয়েছেন তিনি।জানানো হয়েছে, এই মুহূর্তে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন করেই স্বল্পকালীন অধিবেশন বসবে । আপাতত আগামী সপ্তাহে ৯ ও ১০ সেপ্টেম্বর হবে অধিবেশন ।
অধিবেশনের আগে অ্যান্টিজেন টেস্ট, নেগেটিভ হলেই মিলবে বিধানসভায় প্রবেশের অনুমতি । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 53 Second