CBI তল্লাশি যাদুকর পি. সি. সরকার জুনিয়রের বাড়িতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

বর্তমানে সারদা, রোজভ্যালি, টাওয়ার গ্রুপ সহ বেশকিছু চিটফান্ডের তদন্তের দায়িত্বে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ও। সেই সূত্র ধরে চিটফান্ড কান্ডে CBI এবার তদন্ত করল যাদুকর পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে। শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে তল্লাশির বিষয়ে পরিবারের সদস্যদের এবং CBI-র তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

সূত্রের খরব, টাওয়ার গোষ্ঠীর সঙ্গে পিসি সরকার জুনিয়রের কিছু সম্পর্কের হদিশ পাওয়া গিয়েছে।সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চিটফান্ড-কাণ্ডের তল্লাশির জন্য যে ৪টে জায়গা বেছে নেওয়া হয়েছে, তাতে সামিল যাদুকরের মুকুন্দপুরের বাড়িও।

টাওয়ার গ্রুপের সঙ্গে তাঁর কিভাবে যোগাযোগ ছিল এবং কি কি চুক্তি হয়েছিল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে CBI। সূত্রের খবর, যাদুকরের সঙ্গে ব্যবসায়িক চুক্তি হয়েছিল টাওয়ার গ্রুপের, একটি রেস্তরাঁকে কেন্দ্র করে। সেই চুক্তির সময় আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কিংবা তার আগে বা পরে কোনরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেইসব নথিপত্র খতিয়ে দেখছে CBI।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিক্ষোভে হাজার হাজার কোভিড ওয়ারিয়র, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

করোনা মহামারীর মোকাবেলায় , সাধারণ মানুষকে বাঁচাতে যাঁরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছিলেন ,তাঁদের পাশাপাশি পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছিলেন এই কোভিড ওয়ারিয়রসরা । করোনার পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে এটেনডেন্ট এর কাজ করেছেন যাঁরা, তারাই আজ চাকরি নিয়ে দ্বিধাগ্রস্ত। করোনার পরিস্থিতি পজিটিভ রোগীদের সাথে চব্বিশ টা ঘন্টা কাটানো ,তাঁদের খেয়াল রাখা […]

Subscribe US Now

error: Content Protected