টোকিও অলিম্পিকে মহিলা বক্সিংয়ে নয়া সাফল্য পেল ভারত। মহিলা বক্সিংয়ের শেষ আটে পৌঁছে কোয়ার্টার ফাইনালের নিজের জায়গা করে নিলেন পুজা রানি নামের হরিয়ানার বক্সার। টোকিও অলিম্পিকে বক্সিংয়ে বেশ কিছুটা হতাশ করেছে পুরুষ দল। তবে তার ভারসাম্য বজায় রাখতেই একের পর এক জয় ফিরিয়ে আনছে ভারতীয় মহিলা দল। টোকিও অলিম্পিকের শুরু থেকেই একের পর এক জয়ে এগিয়ে চলেছেন বিখ্যাত মহিলা বক্সার মেরি কম। দক্ষতা এবং খেল প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন বয়স কেবল মাত্র একটা সংখ্যা। আর সেই জয়ের মালা পরবর্তী খুঁটি গেঁথেছিলেন অসমের মেয়ে লভলিনা বোরগোহেইন। তিনি তার ম্যাচে জার্মান বক্সারকে ৩-২ হারিয়ে নজর কেড়েছেন। আর আজ সেই মালা তৃতীয় পুথি গাঁথলেন পূজা রানী।

৭৫ কেজি মিডল ওয়েট বিভাগীয় মহিলা বক্সার পুজা রানি গত দেড় বছর ধরে অসামান্য প্রতিভার নিদর্শন দিয়ে চলেছেন। ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম সোনা জিতেছিলেন হরিয়ানার এই মহিলা বক্সার। আর তারপর আজ আলজেরিয়ার মহিলা বক্সার ইচরাক চাইবের বিরুদ্ধে খেলতে নেমে, তাঁকে ৫-০তে হারান পূজা । আজকের ম্যাচে একেবারে ভিন্ন রূপে দেখা গিয়েছিল পূজা রানিকে। আজকের ম্যাচে কখনও অ্যাটাকিং, কখনও ডিফেন্ডিং মোডে দেখা গিয়েছিল তাঁকে। ইতিমধ্যেই তাঁর সফলতার জন্য তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।