0
0
Read Time:1 Minute, 19 Second
চিকিৎসা মহলে শোকের ছায়া। প্রয়াত বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনের প্রতিষ্ঠাতা এই চিকিৎসক আজ সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ১৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় ২৯ দিনের লড়াই থেমে গেল আজ। চিকিৎসা জগতে তাঁর অবিদান অনস্বীকার্য। ভারতে কৃত্রিম উপায়ে প্রজজন এবং টেস্ট টিউব বেবি গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে নিজের প্রতিভা গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এই বিশিষ্ট চিকিৎসক। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে বিশিষ্ট চিকিৎসক সম্মানে সন্মানিত করা হয়। সল্টলেকে ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেন।