পর্ন কাণ্ডে গ্রেপ্তার অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। ইদানিং ঝর বইছে রাজ শিল্পার পরিবারে। গতকাল নিজের ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন শিল্পা। তিনি লিখেছেন,আমরা প্রায় বিশ্লেষণ করতে বসি আমাদের অতীতের ভুল,অতীতের মানুষদের নিয়ে। হয়তো একটু সতর্ক হলে অনেক বিপদ এড়ানো যেত,কিন্তু আমরা অতীত বদলাতে পারব না। শিল্পা লেখেন,অতীতের মাধ্যমেই আমরা ভুল স্বীকার করি,শিখি,জানি,বুঝতে পারি। অতীতের পরিচয় যে মানুষের ভবিষ্যৎ হতে পারে না উল্লেখ করেন অভিনেত্রী। তিনি পুরোনোর মধ্যে দিয়েই নতুনকে পুনরাবিস্কারের উপর জোর দিয়েছেন। শিল্পার এই পোস্ট জল্পনা উস্কে দিয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। তবে কি নিজের কঠিন অতীত রাজের কথা ভুলতে চান তিনি?
রাজ কুন্দ্রা যাকে কয়েক বছর আগেও মানুষ চিনতেন একজন ব্রিটিশ ব্যাবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী হিসেবে। কিন্তু আজ তিনি জেলবন্দি কারণটা কমবেশি সকলের জানা-পর্ন ছবি,আর্থিক তছরুপি সহ একাধিক অভিযোগে বিদ্ধ রাজ। স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে শিল্পাকে। তাই কখনও বৈষ্ণদেবীর মন্দির দর্শন আবার বাড়িতে গণেশ পুজো করছেন অভিনেত্রী। তবে শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবী জানাচ্ছেন, রাজের বাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে গেছেন শিল্পা। সম্প্রতি মুম্বাই পুলিশ যে চার্জশিট জমা করেছে তাতে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজের হটসটস ও বলিফেম কোম্পানির ব্যাপারে কিছু জানতেন না তিনি। অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ও একটি রিয়ালিটি শো-র কাজে।