ভারতীয় ভ্যাকসিন গ্রহণকারীদের ভ্রমণে ছাড়পত্র দিল এস্টোনিয়া । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

ভারতীয় অনুমোদিত ভ্যাকসিনগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম দেশ এস্টোনিয়া, যারা ভারতীয় অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের ভ্রমণের ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ভারতে তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাকসিন নিয়ে থাকেন তাঁরা অনায়াসে এস্টোনিয়াতে ভ্রমণ করতে পারবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে পর থেকেই ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করেছিল বেশ কিছু দেশ। তারপর তা নিয়ন্ত্রণে এলে পরিষেবা পুনরায় চালু করা হলেও ,আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ভারতীয় ভ্যাকসিন গুলি। ভারতে অনুমোদিত কোভ্যাক্সিন, কোভিশিল্ড টিকা নিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না।

প্রসঙ্গত উল্লেখ্য , ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত তালিকায় স্থান পায়নি ভারতের, ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন গুলি। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে জানানো হয় ,যে সমস্ত বিদেশী পর্যটকরা ইতিমধ্যেই ভারতে তৈরি এই ভ্যাকসিন নিয়েছেন এবং সুস্থ রয়েছেন। কেবলমাত্র তাঁদের জন্য খুলে দেওয়া হবে সীমান্ত। তাছাড়াও বিশ্বের যে সমস্ত দেশের সংক্রমনের পরিমাণ সর্বনিম্ন ,কেবলমাত্র সেই সমস্ত দেশগুলির জন্য খোলা হতে পারে ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশের সীমান্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ডেল্টা প্রজাতিতে বেশি আক্রান্ত হবে কারা ? জানুন গবেষকের মত । এম ভারত নিউজ

করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ জনজীবনকে বহু বাধার মধ্যে ঠেলে দিয়েছে। এটি আমাদের সমস্ত জীবনকে ব্যাপক ক্ষতি করছে তো বটেই উল্টে আমাদের মানসিক সুস্থতাও লাগাতার ব্যাহত করছে। যদিও এখন দেশটি খানিক স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও, কোভিডের অন্য প্রজাতি আরও একটি ভয়ঙ্কর ভয়ের মুখে ঠেলে দিচ্ছে মানব জাতিকে, ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতির […]
national_09

Subscribe US Now

error: Content Protected