কৃষক আন্দোলনের সমর্থনে মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 50 Second

যতদিননা কেন্দ্র কৃষকদের কথা শুনছে ততদিন কৃষকদের পাশে দাঁড়াবেন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইতের সঙ্গে বৈঠক শেষে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, জোর করে কৃষি আইন ঘোষণা করেছে রাজ্য। এই আইন বাতিল করে নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করে নতুন আইন প্রণয়নের দাবীও করেন তিনি। তিনি বলেন “এমন সব আইন পাশ করিয়েছে যাতে আজ কৃষি-শিল্প সব সমস্যায়। কৃষি আইন বাতিল করুক কেন্দ্র। আইন পাশ করানোর আগে কৃষকদের সঙ্গে কেন কথা বলেনি? জোর করে পাশ করিয়েছে। এটা সাত মাসের আন্দোলন। আর খালি পাঞ্জাব-হরিয়ানার বিষয় নয়, এটা গোটা দেশের বিষয়। সব রাজ্যকে একত্রিত করে আন্দোলন করতে হবে। আমি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব।” শুধু তাই নয়, “রোজ পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। কৃষকরা চাষবাস কী করে করবে?” এই প্রশ্নও তোলেন মমতা।

একেবারে প্রথম থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সমর্থনের প্রতিদানও অবশ্য দিয়েছেন কৃষক নেতারা। মমতার পাশে দাঁড়িয়েছেন তাঁরাও। এবার বৃহত্তর ময়দানে লড়ার জন্যি যে পোক্ত করা হচ্ছে এই জোট এমনটাই মত বিশেষজ্ঞদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিউটাউনে গুলির লড়াই, মৃত দুই দুস্কৃতি । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, নিউটাউন : নিউটাউনে শুটআউটে মৃত্যু হল পাঞ্জাবি এক গ্যাংস্টারের। আজ দুপুরে রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াই চলল শাপুরজির আবাসনে বসবাসরত ওই দুষ্কৃতীদের। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে দীর্ঘদিন ধরেই শাপুরজির ঐ আবাসনে গা ঢাকা দিয়েছিলেন এই গ্যাংস্টার। তারপর গোপন সূত্রে খবর পেয়েই শাপুরজির আবাসন থেকে দুষ্কৃতীকে পাকড়াও […]

Subscribe US Now

error: Content Protected