0
0
Read Time:56 Second
শুরু হতে চলেছে ২০২০-র IPL । মিলেছে সরকারি ছাড়পত্র । ECB নিজেই একথা ট্যুইট করে জানিয়েছে । আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে । সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়া মাত্রই BCCI থেকে IPLআয়োজনের জন্য ছাড়পত্র দেওয়া হল এমিরেটস ক্রিকেট বোর্ডকে । সোমবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মেনে নিয়েছে সরকার । ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল ম্যাচ। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।