দিল্লির এই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে রুখে দাঁড়াতে সর্বপ্রথম অক্সিজেন প্লান্ট সহ কোভিড সেন্টার তৈরি করা হল দিল্লিতে। বর্তমানে দিল্লির কমনওয়েলথ গেম ভিলেজকে একটি অক্সিজেন প্লান্ট সহযোগে কোভিড সেন্টারে রূপান্তরিত করা হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে দিল্লি সরকারের তরফ থেকে এই কমনওয়েলথ গেম সেন্টারে একদিনে ১৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম এমন একটি প্লান্ট বসানো হয়েছে। জানানো যাচ্ছে প্রত্যেকটি বেডের সঙ্গে একটি করে নলের মাধ্যমে অক্সিজেন প্লান্ট থেকে সরাসরি অক্সিজেন রোগীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে যে এতে অক্সিজেন সরবরাহের কোন অসুবিধা হবে না। সূত্রের খবর অনুসারে জানা গেছে, প্রত্যেকটি প্রয়োজনীয় দ্রব্য এবং এই প্ল্যান্ট গুলি বিদেশের ডাক্তারের সাথে পরামর্শ করেই কিনে আনা হয়েছে। বিশেষত গত কয়েক দিনের দিল্লির বিভিন্ন হাসপাতালগুলিতে অক্সিজেন ভাণ্ডার শেষ হয়ে গিয়ে বেশ কিছু রোগীর মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দিল্লি সরকার।
করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। ইতিমধ্যেই একটি ইন হাউস বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল হাতজোড় করে প্রত্যেকটি রাজ্যের কাছে অনুরোধ জানাতে, যেখানে তিনি বলছিলেন, যদি কোন রাজ্যের কাছে অতিরিক্ত অক্সিজেন থেকে থাকে, তাহলে, অনুগ্রহ করে সেটা দিল্লীতে পাঠানো হোক। আজ কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রের কাছে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আজ মধ্যরাত থেকে আগামী দু’দিনের মধ্যে অবশ্যই দিল্লির অক্সিজেন সম্পর্কিত সমস্যা মেটানোর দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে। ওদিকে গতকাল রাত্রে আপেক্স কোর্টৈর তরফ থেকে একটি নির্দেশনা জারি করে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রকে অন্যান্য রাজ্যগুলির সাথে বৈঠক করে একটি বাফার অক্সিজেন স্টক বানাতে হবে কোন আপৎকালীন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য।