হোমে শিশুদের যৌন হেনস্থা, গ্রেফতার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 22 Second

হাওড়া হোমে দত্তকের নামে শিশু বিক্রি, পাচার ও যৌন হেনস্তার ঘটনায় এবার পুলিশের জালে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী। সোমবার রাতে মালিপাঁচঘড়া এবং হাওড়া মহিলা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমিত অধিকারীকে গ্রেপ্তার করে। মঙ্গলবারই তাকে আদালতে তোলা হয়েছে। স্থানীয় সূ্ত্রের খবর, হাওড়ার সালকিয়ার ওই বেসরকারি হোমে প্রচুর সদ্যোজাত শিশুরাও থাকত। এই হোম থেকে অনেক নিঃসন্তান দম্পতিই শর্তসাপেক্ষে শিশুদের দত্তক নিতে পারতেন। অনেকে অনলাইনেও দত্তকের প্রক্রিয়া সম্পন্ন করতেন। অভিযোগ, সেই সুযোগকে ব্যবহার করেই শিশুবিক্রির জাল বিছিয়েছিল এই হোমেরই বেশ কয়েকজন। দত্তক দেওয়ার নাম করে শিশুদের বিক্রি করে দিত তারা। এমনকি কোনও কোনও শিশুর উপর চলত যৌন নির্যাতনও, এমনও অভিযোগ ওঠে।

এই সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে করে হাওড়া সিটি পুলিশের তরফে তদন্ত শুরু হয়। ই বিষয়ে তদন্তের স্বার্থে গঠন করা হয় একটি বিশেষ দলও। হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী কিছুদিন আগেই অভিযান চালায় ওই হোমে। পুলিশকর্মীরা আচমকাই ওই হোমে হানা দেন। কিছু বুঝে ওঠার আগেই হোমে থাকা প্রত্যেক শিশুকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। সেই সময়েই হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ৯ জনকে। ধৃতদের মধ্যে ছিলেন একজন সরকারি আধিকারিকও। এছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শিল্পে বিনিয়োগ টানতে মুম্বাইতে মমতা । এম ভারত নিউজ

রাজ্যে লগ্নি টানতে মঙ্গলবারই মুম্বই রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র শিল্পপতিদের সঙ্গে বাংলায় বিনিয়োগ সংক্রান্ত বৈঠকই নয়, বিজেপি বিরোধী জোট শক্ত করতে একাধিক নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনাও হবে। সেই লক্ষ্যেই সাক্ষাৎ সারবেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গেও। মঙ্গলবার রওনা দেওয়ার আগে […]

Subscribe US Now

error: Content Protected