Read Time:1 Minute, 12 Second

শুক্রবার ইউক্রেনে হাইপারসনিক মিসাইল হামলা চালাল রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যা এই প্রথম।একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইভানো-ফ্রানকিভিস্ক এলাকায় মাটির তলায় বিপুল অস্ত্রসম্ভার ছিল ইউক্রেনের। পালটা হামলা চালাতে প্রচুর মিসাইল জড়ো করা হয়েছিল সেখানে। এবার সেই অস্ত্রসম্ভারেই সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। উৎক্ষেপনে করা হয় হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ‘কিনঝল’ । এর আগের প্রত্যেকটি হামলা অস্বীকার করলেও এই হামলার কথা স্বীকার করেছে পুতিনের রাষ্ট্র। ২০১৮ সালেই এই শক্তিশালী অস্ত্রকে সবার সামনে এনেছিল রাশিয়া। আর এবার তা সরাসরি প্রয়োগ করে শক্তির পরিচয় দিল রাশিয়া।