ফের অভিষেককে তলব করল ইডি। দিল্লির বিক্ষোভ কর্মসূচীর দিনেই তলব করা হল যুব নেতাকে। অন্যদিকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা’কে তলব করল ইডি নিয়োগ মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম উঠে আসার পর থেকেই রাজ্য জুড়ে বেড়েছে জল্পনা। কেননা এই সংস্থারই ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের কিনারা করতে তাঁদেরকে তলব কপ্রল কেন্দ্রীয় সংস্থা। ৩ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এরপর আগামী ৬ অক্টোবর লতা ও ৭ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এর আগে অভিষের স্ত্রী রুজিরা এবং শালিকাকেও তলব করা হয়েছিল। তলব করা হয়েছে খোদ অভিষেককেও। তখন যদিও তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে অভিষেক জানান, ‘তেমন কিছুই হয়নি, রেজাল্ট জিরো। যতবার ডাকা হবে মাইনাসের দিকেই যাবে’। এর আগে এই সংস্থায় তল্লাশি চালায় ইডি। পাওয়া যায় সন্দেহজনক লেনদেনের হদিশও। এছাড়াও এই সংস্থা সংক্রান্ত একটি রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে। তখনই ডিরেক্টরদের কেন তলব লরা হচ্ছে না বলে প্রশ্ন তোলেন বিচারপতি। তারপরই তড়িঘড়ি এই তলব।

অন্যদিকে ফের তলব করা হল অভিষেককেও। আগামী ৩ অক্টোবর দিল্লির রাজধানীতে বিক্ষোভ সমাবেশ রয়েছে তৃণমূলের। উল্লেখ্য, রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতেই দিল্লি যাত্রা করছে ঘাসফুল শিবির। তবে সেই দিনেই ইডির তরফে হাজিরার নির্দেশ দেওয়া হল অভিষেককে। এই নিয়ে রিতিমত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে বলেই দিল্লি যাত্রার দিনেই তলব করা হয়েছে অভিষেককে। অন্যদিকে বিজেপির বক্তব্য, ইডি কি করবে সেটা সম্পুর্ন তাঁদের ব্যাপার। গতবারও দলীয় কর্মমসূচীতে যোগ না দিয়ে ইডির তলবে হাজিরা দিয়েছিলেন যুব নেতা। নির্দিষ্ট এই দিনেই কেন তাঁকে তলব করা হল তাহলে কি কর্মসূচী আঁটকানোর চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের তরফে নাকি পুরোটাই কাকতালীয়! এই বিষয় নিয়েই এখন জোর তরজা চলছে রাজনৈতিক মহলে।