নিখোঁজ থাকার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার কিশোর। রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা গ্রামের বছর ১৩ কিশোর অভিজিৎ মণ্ডল। জানা গেছে ওই কিশোর পাশের গ্রাম কুখাবাড়ে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল সে। রাস্তা থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় সে। খোঁজাখুঁজি করেও কোনও লাভ না হওয়ায় পরিবারের তরফে কোলাঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশের অনুমান, পথেই ঘটেছে যাবতীয় ঘটনা। পরে যা শুনে স্তম্ভিত পরিবারের সদস্যরা।

সোমবার বাড়ি ফিরে কিশোর জানায়, সাইকেলে করে বাড়ি যাওয়ার সময় একটি সাদা রঙের গাড়ি তার পিছু নেয়। এরপরই কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারায় অভিজিৎ। বয়ান অনুযায়ী, তার যখন জ্ঞান ফেরে তখন দেখে বর্ধমান স্টেশনে চেয়ারে বসে রয়েছে সে। আরপিএফ তাকে দেখতে পেয়ে টিফিন খাইয়ে হাওড়া স্টেশনে নিয়ে আসে। এরপর মেদিনীপুরগামী লোকাল ট্রেনে ড্রাইভারের সহযোগিতায় কোলাঘাট পাঠানো হয়।
তবে কিশোরের এই বিবৃতি কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ২৪ ঘণ্টার মধ্যেই নিখোঁজ কিশোর উদ্ধার হওয়ায় খুশি তার পরিবার সহ গ্রামবাসীরা। এদিন বিকেলে তার মামার বাড়িতে নিয়ে আসা হয়। অভিজিতের মা দেবশ্রী মণ্ডল জানান, ছেলেকে খুঁজে পেয়ে খুব খুশি তিনি। সেইসঙ্গে রেল পুলিশের সহযোগিতা ছেলেকে ফিরে পেয়ে রেল পুলিশকে ধন্যবাদ জানান তিনি।