বউবাজার এলাকায় এক রূপান্তরকামী এবং তাঁর সঙ্গী দুই মহিলার গাড়ি আটকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে। সোমবার রাতেই বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতারা। এরপরই কলকাতা পুলিশের তরফে মঙ্গলবার ওই আধিকারিককে গ্রেফতারের পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে। ঠিক কী হয়েছিল ওই রাতে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বৌবাজার থানা এলাকায় একটি ক্যাফেতে চা খেতে যান পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের এক সদস্যা ও তাঁর দুই সঙ্গী। সামনেই তাঁদের গাড়ি দাঁড়িয়ে ছিল। নির্যাতিতাদের অভিযোগ, ক্যাফে থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মদ্যপ অবস্থায় থাকা এক ব্যক্তি তাঁদের গাড়ি আটকান। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি এক পুলিশ আধিকারিক বলে নিজেকে পরিচয় দেন। এরপরই অভব্য আচরণের পাশাপাশি গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে ওই আধিকারিকের বিরুদ্ধে। এরপরই ১০০ ডায়েলে লালবাজারে অভিযোগ জানান নির্যাতিতারা। খবর দেন বউবাজার থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বউবাজার থানার পুলিস কর্মীরা।
