পরবর্তী ছবি ‘ভূত পুলিশ’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত সইফ আলি খান, স্ত্রী করিনা কাপুর খান ও ছেলে তৈমুর আলি খানকে নিয়ে এই সময়ে রয়েছেন ধর্মশালাতে কোয়ালিটি সময় কাটানোর জন্য। করিনা দ্বিতীয়বার মা হতে চললেও ছেলে তৈমুর এখনও তাঁর সবচেয়ে আদরের। রাজ পরিবারের এই খুদে সদস্য ছোট্টবেলা থেকেই নানা ভাবে দর্শকদের মন কেড়ে চলেছে প্রতিনিয়ত। আর যত দিন যাচ্ছে সে যেন সবার কাছে আরও আদুরে হয়ে উঠছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তৈমুরের আবারো একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সইফ ও করিনার এক বন্ধুর জন্মদিনে করা হয়েছে। তাদের সাথে সেখানে তৈমুরও রয়েছে। কেক কাটার সঙ্গে সঙ্গে তাকে চিৎকার করে “হ্যাপি বার্থডে টু ইউ” গাইতে দেখা যাচ্ছে। আর তার গান করা কিছুতেই থামানো যাচ্ছে না, এতোটাই গানে মশগুল সে। এরপর বাবা সইফ কি করে গাইতে হবে দেখিয়ে দিলে বাবার কথা শুনে মিষ্টি করে গান গাইল ছোট্ট তৈমুর।
মুহূর্তের মধ্যে হাজার হাজার ভিউস পেয়ে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এসেছে প্রচুর কমেণ্টসও। কিন্তু এরকম একটি সুন্দর ভিডিওতেও ব্যাঙ্গের শিকার হলেন করিনা। একজন লিখেছেন, ” দ্বিতীয় সন্তান আসছে বলেই কি করিনা ভালো মা হওয়ার চেষ্টা করছেন?” তো অন্যজন লিখেছেন, “করিনার মেজাজ কমেছে মনে হয়।” বেবো আর যাই হন না কেন, একজন মা হিসেবে তিনি যে কোনো অংশেই কম যান না তা তিনি বেশ ভালভাবেই প্রমাণ করে দিয়েছেন।এখন থেকেই দ্বিতীয় বার মা হবেন বলে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন তিনি। পাশাপাশি ছোট্ট তৈমুরও দিন দিন তার মিষ্টি দুষ্টুমির জন্য আরো বেশী জনপ্রিয় হয়ে উঠছে সবার কাছে।