Read Time:1 Minute, 8 Second
দিন দিন করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করছে দেশে । এমতাবস্থায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ আগামী বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন বলে জানা গেছে । শীর্ষে থাকা রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ প্রভৃতি, এই প্রত্যেক রাজ্যেরই থাকার কথা এই বৈঠকে। পশ্চিমবঙ্গকে এই বৈঠকে থাকার কথা বলা হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি । তবে দেশের করোনা সংক্রমণের দিক দিয়ে দেখলে এই রাজ্যগুলির পরেই রয়েছে বাংলা । আক্রান্তের সংখ্যা বিচার করলে সাত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেরও থাকার কথা ।
