করোনা আক্রান্তের মৃত্যুর হার কমাতে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

করোনা আক্রান্তের মৃত্যুর হার কমাতে এবার নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র । করোনা আক্রান্তের সন্দেহে হাসপাতালে ভর্তি করতে লাগবেনা কোন করোনা রিপোর্ট। এমনকি করোনা আক্রান্ত ব্যক্তি আদৌ করোনা আক্রান্ত কিনা, সেটা না জেনেও তাঁর শারীরিক গতিবিধির ওপরেই করতে হবে চিকিৎসা। পাশাপাশি জানানো হয়েছে নিজের রাজ্য ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা রোগীদের ক্ষেত্রে সমপরিমাণ চিকিৎসা সহযোগিতা করতে হবে হাসপাতাল গুলিকে। এমনকি রিপোর্ট না আসা পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে ডাক্তারদেরই ।সংশোধিত স্বাস্থ্য বিধি অনুসারে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে করোনার সংক্রমণ মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেবলমাত্র করোনা পজিটিভ রোগীদেরই হাসপাতালে ভর্তি নেওয়ার খবর উঠে আসছিল।যার ফলে সময় মত রিপোর্ট করাতে না পারায় মৃত্যু হয় বহু রোগীর। তাই স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে ,সমস্ত সন্দেহভাজক ব্যক্তি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে উপস্থিত হবেন তাঁদেরকে ভর্তি নেওয়া আবশ্যক এবং এমন ব্যক্তিদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। কেন্দ্র সরকারের তরফ থেকে ধারণা করা হচ্ছে এই পদ্ধতিতে চিকিৎসা পরিকল্পনা করলে আগামী দিনে করোনা আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

"চোর লম্পট দুশ্চরিত্র", নাম না করেই রাজ্য নেতৃত্বকে কটাক্ষ তথাগতের । এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। আর তার পর থেকেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের ওপর বেজায় চটেছেন তথাগত রায়। প্রতিদিনই একহাত নিচ্ছেন তাঁদের। একের পর এক ট্যুইট বাণে বিদ্ধ হয়ে শীর্ষ নেতৃত্ব অবশেষে দিল্লিতে তলব করেছেন তাঁকে।৷ যদিও তার উত্তরে তথাগত জানিয়েছেন এখনই দিল্লি আসা সম্ভব নয় তাঁর পক্ষে। কারণ করোণা […]

Subscribe US Now

error: Content Protected