0
0
Read Time:41 Second
অন্যবারের চেনা ভিড় অনেকটাই কম হলেও করোনা আবহেই আজ মহালয়ার সকালে কলকাতার ঘাটে ঘাটে চলছে চলল তর্পণ । পুলিশ-প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও অনেককেই দেখা গেল সামাজিক দূরত্ব মেনে না চলতে এবং মাস্ক না পরতে । প্রতিবারের মতই অন্ধকার থাকতেই শুরু হয়ে গেল তর্পণ । জাজেস ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে ভোর থেকেই মানুষের ঢল চোখে পড়েছে ।